আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।
রোববার (২৬ মে) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ দাওয়াতপত্র পৌঁছে দেবেন তারা।
বিএনপির প্রতিনিধি দলে থাকছেন দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদ।
দাওয়াতের এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তাইফুল ইসলাম টিপু।
আগামী ২৮ মে রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছে বিএনপি।
তাইফুল ইসলাম টিপু বলেন, ‘বিকেল ৪টা নাগাদ আমরা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে পৌঁছে যাব বলে আশা করছি। প্রতিনিধি দলে আপাতত বেলাল ভাই (বেলাল আহমেদ) ও আমি থাকব।’সূত্রে:- টিভি