মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি ॥ বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামকে একটি ডিজিটাল গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন গ্রামের প্রবাসীরা। আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত ‘শিওরখাল গ্রাম পঞ্চায়েত কমিটি’র এক জরুরী সভায় বক্তৃতাকালে গ্রামের প্রবাসী নেতৃবৃন্দ বলেন, ‘শিওরখালকে একটি ডিজিটাল গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করতে গ্রামের প্রবাসীরা ঐক্যবদ্ধ। প্রবাসীদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রবাসীরা কষ্টার্জিত অর্থ দিয়ে মা-মাটির টানে দেশের জন্য কাজ করছেন’। সভায় প্রবাসী নেতৃবৃন্দ গ্রামে নতুন সড়ক নির্মাণ, সড়ক পাকাকরণ এবং দুস্থ, অসহায়দের সহায়তার ব্যাপারে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, শিওরখাল পূর্বাশা যুব সংঘের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রেজওয়ান আলী কয়েছ। বক্তৃতাকালে রেজওয়ান আলী কয়েছ বলেন, আমরা ইতোমধ্যে গ্রামের সড়ক পাকাকরণ, নতুন সড়ক নির্মাণসহ গ্রামবাসীর আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। আমরা প্রবাসীরা চাই, গ্রামবাসী সুখে, শান্তিতে মিলেমিশে পরস্পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাস করুন। তিনি আরও বলেন, যারা সমাজে অপরাধ এবং অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে গ্রামকে একটি মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করুন। অনুষ্ঠিত সভাপতিত্ব করেন শিওরখাল গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি প্রবীণ মুরুব্বি হাজী মনোহর খান। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শিক্ষক মাওলানা ইউনুছ খান।
ধারাভাষ্যকার রুহুল আমিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার আইনজীবী আকলিমা বিবি, পূর্বাশা যুব সংঘের উপদেষ্টা পর্তুগাল প্রবাসী তুরন খান, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মোহাম্মদ আলী, সুহেল আলী, জামাল আহমেদ, সৈয়দ মেহদি জাকারিয়া মুন্না, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, শিওরখাল গ্রাম পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ, হাজী নছিব উল্লাহ, সাধারণ সম্পাদক মো. ছমির আলী, সাংগঠনিক সম্পাদক মো. সমছু মিয়া, শিওরখাল মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী ইসকন্দর আলী, পূর্বাশা যুব সংঘের উপদেষ্টা সদস্য ইরন খান, তখলিছ মিয়া, জয়নাল খান, বাবুল মিয়া, মাসুকুর রহমান, সংঘের পরিচালক আফজল খান, মো. এনামুল হক, আব্দুশ শহীদ, সামসুল ইসলাম খান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ উস্তার আলী।