ঘন কুয়াশায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু করেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সোয়া নয়টা থেকে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ শুরু হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে রাত সোয়া তিনটা থেকে বিমান ওঠানামা বন্ধ ছিল। পরে কুয়াশা কেটে যাওয়ায় সকাল সোয়া নয়টা থেকে বিমান ওঠানামা শুরু হয়।
অপরদিকে একই কারণে ওমান থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।