শামীম-খালেদের বিরুদ্ধে দুদকে মামলা

বাংলাদেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে যুবলীগ নেতা জি কে শামীম ও খালেদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে (২১ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুটি করা হয়।

 

জি কে শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। মামলায় শামীমের বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে। আর যুবলীগের নেতা খালেদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলাটি করেন আরেক উপপরিচালক জাহাঙ্গীর আলম। এ মামলায় খালেদের বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর শামীম ও খালেদকে গ্রেফতার করে র‌্যাব। দু’জনই কয়েক দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.