বালাগঞ্জে অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদ সদস্য লোকন কাপ ফুটবল টুর্ণামেণ্ট-২০২১’র ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (২০ মার্চ) বিকালে মোরারবাজারের উত্তরের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সভাপতিত্ব করেন টুর্ণামেণ্টের প্রবর্তক ও সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান, সিলেট কুশিয়ারা কনভেনশন হলের স্বত্ত্বাধিকারী হুমায়ুন আহমেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মো. মুজিবুর রহমান মুজিব, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক চেয়ারম্যান ও লেখক আব্দুল হাই মোশাহিদ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসাইন, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এমএ মালেক, ক্রীড়ানুরাগী আজমল আলী মাসুক, আছলাম খান, আনোয়ার হোসেন আনোয়ার, মুক্তার আহমদ বকুল, মকবুল হোসেন, চঞ্চল পাল, আব্দুর রউফ আব্দুল, খলকু মিয়া, শিরমান উদ্দিন, ডা. এনামুল হক, নয়ন তালুকদার, ওসমানীগর উপজেলা প্রেসক্লাবের অর্থ-সম্পাদক আবুল কালাম আজাদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এসএম হেলাল, সিলেট জেলা ছাত্রলীগ নেতা শেখ শরীফ আহমদ রাজা, খেলা পরিচালনা কমিটির কর্মকর্তা বুরহান উদ্দিন, আব্দুল হাদি, জাহাঙ্গীর আলম, শামীম আহমদ, খলিলুর রহমান, তারেক আহমদ, সিদ্দিকুর রহমান প্রমূখ। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে বঙ্গবীর ওসমানী স্পোর্টিং ক্লাব দয়ামীরকে ৫-৫ গোলে পরাজিত করে বালাগঞ্জের বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব বাংলাবাজার চ্যাম্পিয়ান হয়েছে। খেলা পরিচালনা করেন আনোয়ার হোসেন সাজু, কবির আহমদ হিরা, আব্দুল হামিদ ও আপ্তাব উদ্দিন। টুর্ণামেন্টে ১ম পুরস্কার হিসেবে একটি কাপ এবং নগদ একলাখ টাকা এবং ২য় পুরস্কার হিসেবে একটি কাপ এবং নগদ ৫০হাজার টাকা প্রদান করা হয়েছে।