নিন্দুকের কাছে মূল্য থাক আর না থাক প্রেমপিয়াসীদের কাছে ৮ ফেব্রুয়ারি মানেই ‘প্রোপজ ডে’।
‘প্রপোজ ডে’ বা প্রেম নিবেদনের দিন হিসেবে একটি দিনকে কেনো পালন করা হয়? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা পাওয়া যায় তার অর্থ হলো ভ্যালেন্টাইন ডে-এর গোটা সপ্তাহটিকে পালন করা হয় ভ্যালেন্টাইন উইক বা ভ্যালেন্টাইন সপ্তাহ হিসেবে। এ সপ্তাহের প্রতিটি দিনে প্রেমের এক একটি প্রতীককে সামনে রেখে আদতে প্রেমের উদযাপন করা।
ভ্যালেন্টাইন উইকের শুরুতে রোজ ডে, এরপর পর্যায়ক্রমে প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে, কিস ডে এবং সবশেষে ভ্যালেন্টাইন ডে (১৪ ফেব্রুয়ারি)।যদিও ঐতিহাসিক ভাবে এ দিনে প্রেমের প্রস্তাব দেয়া নিয়ে কোনো প্রথার নির্ভরযোগ্য ঐতিহাসিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ভ্যালেন্টাইন সপ্তাহে প্রেমের প্রস্তাব দেয়ার বিষয়টি অবশ্যই একটু বেশি রোমান্টিক।
অনেক সমালোচক বলে থাকেন প্রেমের প্রস্তাব দেবার জন্য আলাদা ঋতু, আলাদা দিন কিংবা বিশেষ আবহ কেনো লাগবে? প্রেম চিরন্তন তাই যেকোনো মুহূর্তই প্রেমের জন্য আদর্শ। এ বক্তব্যের প্রতি সম্মান জানিয়েই বলা যায়, প্রেম নিবেদনের জন্য একটি বিশেষ দিন প্রেমের মহিমাকে আরও কিছুটা বৃদ্ধি করে। তাই গোটা বিশ্ব জুড়ে পালিত হয় প্রেম নিবেদনের এ দিবস।