শ্রী শ্রী মা মনসা বাড়ির নিবেদিত প্রাণ ও উন্নায়নের রুপকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক লায়ন দিব্যেন্দু রায় (ভুলু) বাবু'র সহধর্মিণী স্বর্গীয় মুক্তা রাণী রায় এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়।
দাউদকান্দি উপজেলার শ্রী শ্রী মা মনসা বাড়ির যুব সংঘের সকল সদস্য বৃন্দের আয়োজনে বরকোটা শ্রী শ্রী মা মনসা বাড়ি মন্দিরে বিশেষ প্রার্থনা সভার মধ্য দিয়ে স্বর্গীয় মুক্তা রাণী রায়ের আত্মার শান্তি কামনা করা হয়।
প্রার্থনা সভা শেষে প্রায় দুই শতাধিক ভক্ত বৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ বিতরণ করা হয়।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ শ্রী শ্রী মা মনসা বাড়ি যুব সংঘের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১২ জুলাই ২০১৯ রাজধানী ঢাকার নিজবাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যু বরণ করেন।