ভোলা জেলার লালমোহন উপজেলার খেলোয়ার দের মধ্যে একধাপ এগিয়ে রয়েছে কালমা ইউনিয়নের ফরাজী বাজারের ক্রীয়া ঐক্য সংগঠনের সদস্যরা।
এ মহামারীতে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফরাজী বাজারের ক্রীয়া ঐক্য সংগঠন কমিটির সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ মিজানুর রহমান মিজান।তিনি আজ সকালে খেলোয়াড় ও কালমা ইউনিয়ন বাসীকে এ ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
বাল্যকাল থেকেই মিজানুর রহমান পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে চলেছেন। তিনি তার বন্দুবান্দব নিয়ে তার নিজ এলাকার ফরাজী বাজারে একটি ক্রীয়া সংগঠন গড়ে তুলেছেন। এ মহামারীতে বন্ধুবান্দবের খোঁচখবর নিয়ে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন।