প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২০, ১০:৫১ পি.এম
লালমোহনের কালমা ইউনিয়নে একাধিকবার চুরি!চোর ধরাছোঁয়ার বাইরে।
ভোলা জেলার লালমোহন উপজেলার ২নং কালমা ইউনিয়নের চরলক্ষী ৮নং ওয়ার্ড লোকমান হুজুরের বাড়ির কাছে প্রবাসী অলিউল্লাহ বসত ঘর একাধিকবার চুরি হয়েছে।
প্রবাসী উলিউল্ল্যাহ স্ত্রী নুরনাহার বলেন,আমার স্বামী অলিউল্লাহ বিগত চার বছর বিদেশ থাকে আমি বর্তমানে সন্তানদের নিয়ে বাড়িতে থাকি আমার ঘর তিনবার চুরি হয়েছে। কয়েকটি মোবাইল ফোন ও ওয়ালটন টিভি গ্যাসের চুলা ও সমিতির নগদ টাকা চুরি হয়েছে।
এ বিষয়ে ঐ এলাকার মেম্বার শাহাবুদ্দিন বলেন,ঐ মহিলার ঘর চুরি হয়েছে।চোর সনাক্ত না হওয়ায় বিচার করতে পারা যায়নি।
প্রবাসি অলিউল্লাহর মা বলেন,আমরা অসহায় মানুষ আমাদের ঘর কয়েকবার ডাকাতি হয়েছে।আমরা এ বিষয়ে এলাকায় এখনো কোনো বিচার পাইনি।তাই আমি আমার ছেলে ও তার বউর নিরাপত্তায় আইনের কাছে আশ্রয় কামনা করছি।
dainikajkermeghna.com