শাহে ইমরান, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
গোটা বিশ্ব যখন থমকে দাঁড়িয়েছে করোনা ভাইরাসে সেখানে মানব সেবায় এগিয়ে আসছে প্রতিনিয়ত লক্ষীপুরের যুব তারা ক্লাবের প্রতিষ্ঠাতা ফয়সাল সুমন মোল্লা। তার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিষেধক কীটনাশক স্প্রে করা হয়। অাজ ৮ এপ্রিল বুধবার সকাল ৯টায় কার্যক্রম শুরু হয় এবং দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হয়। হাসন্দী ইউপি সহ মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র ও নিজ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্প্রের কার্যক্রম চালায়।
ফয়সাল সুমন মোল্লা রাস্তার দুইপাশ থেকে শুরু করে পার্শ্ববর্তী সকল দোকান,ঝোপঝাড় এবং যানবাহন জীবাণুমুক্ত করেন।আজকের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ওমর ফারুক। এছাড়া পুরো কর্মকান্ডে সাহস এবং সহযোগিতা করেছে সকল যুবতারা পরিবারের সদস্য বৃন্দ।
এ ব্যাপারে সুমন মোল্লা সাংবাদিক ইমরানকে বলেন, বিগত দিনে অামরা মাইকিং ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছি, আপনাদের সহোযোগীতা পেলে অামাদের কার্যক্রম সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই নিজ বাড়িতে থাকুন,পরিবারকে সময় দিন।
এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার বানান আহ্বান জানান তিনি।