নিজস্ প্রতিনিধ,রামগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক শরীফুল ইসলাম শরীফ লক্ষীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাাননাপত্র গ্রহন করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে লক্ষীপুর পুলিশ সুপারের কার্যালয়ের অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় মাদক দমন,বিভিন্ন মামলার আসামী গ্রেফতার সহ অপরাধ দমনে অগ্রনী ভুমিকা পালন করায় জেলা পুলিশ সুপার ড.এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সম্মাননাপত্র প্রদান করেন। এসময় ল²ীপুর জেলার দায়িত্বরত সহকারী পুলিশ সুপার,রামগঞ্জসহ ৫ থানার ওসিগন উপস্থিত ছিলেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়া শরীফুল ইসলাম শরীফ বলেন,রামগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন ও ওসি তদন্ত ফজলুল হকের অনুপ্রেরনার ফসল হিসেবে জেলার শ্রেষ্ঠ অফিসার স্বীকৃতি পেয়েছি।