রোহিঙ্গা ইস্যুকে আর্ন্তজাতিক আদালতে নিতে চলমান ওআইসি সম্মেলনে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সৌদি আরবের জেদ্দায় ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিয়ে সময় সংবাদকে তিনি এ কথা জানান।
এর আগে, জেদ্দার কনফারেন্স প্যালেসে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, সৌদি আরবসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি।
পরে সময় সংবাদকে বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ মুসলিম বিশ্ব। এ সম্মেলনের গৃহীত সিদ্ধান্তগুলো মিয়ানমারে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে ভূমিকা রাখবে।সূত্র সময় টিভি