রিজভী রাজের নতুন গান“ছলনাময়ী”

বিনোদন
প্রকাশিত হলো বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী রিজভী রাজের “ছলনাময়ী” শিরোনামের নতুন একটি গান। গানটি লিখেছেন বর্তমান সময়ের তরুন গীতিকবী & সুরকার শাহরিয়া সাগর। গনটির মিউজিক করেছেন ইকরাম হোসেন এবং গানটির মিউজিক ভিডিওতে অভিনয়ে ছিলেন জনপ্রিয় মডেল আনান খান ও সাথী খান এবং অঞ্জন শারমা। গানটি পরিচালনা করেছেন সুমন আহমেদ।
“ছলনাময়ী” এ গান সম্প্রতি রিলিজ হয়েছে রিজভী রাজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানার এ । রিজভী রাজ জানান, আমার “ছলনাময়ী এই গানটিতে কথা, সুর, সঙ্গীত ও গায়কি মিলে বিশেষ ভিন্নতার ছাপ লেগে আছে, । গানটি সবার মনে জায়গা করে নিয়েছে। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া ও ভালবাসা আমাদের কাজের সার্থকতা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.