প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২০, ১০:৩১ পি.এম
রাজাপুরে স্কুলের সম্পত্তি রক্ষা ও অনিয়ম তদন্তে দুদক।
ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্পত্তির অবৈধ লিজ, আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন চাওয়ায় প্রশাসকের পক্ষে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে তদন্ত করবেন।গত তিন মাস ধরে বিদ্যালয়ের সকল অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন। এই আন্দোলনের খবর গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বিষয়টি দুদকের নজরে আসে বলে জানাগেছে।এদিকে এ প্রেক্ষিতে দুদক পরিচালক মোঃ জহিরুল ইসলাম এক চিঠিতে ঝালকাঠি জেলা প্রশাসক এর কাছে বিদ্যালয়ের দুর্নীতি সম্পর্কিত প্রতিবেদন চান। আর সেজন্য রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার বিষটি তদন্ত করবেন বলে জানাগেছে।এ ব্যপারে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার বলেন, দুদক থেকে ঝালকাঠি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা একটা চিঠি পেয়েছি। আমাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত করে আমরা যথা সময়ে সংশ্লিষ্ট আনুষাঙ্গিক কাগজপত্রসহ একটি প্রতিবেদন জমা দেব।
dainikajkermeghna.com