রাজাপুরে স্কুলের আর্থিক অনিয়মের প্রতিবাদে ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন

Uncategories

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের শেরে বাংলা একে ফজলুল হক প্রতিষ্ঠিত সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের নানা আর্থিক অনিয়মের প্রতিবাদে ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ ২৭সেপ্টেম্বর’২১ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সাতুরিয়া মিয়াবাড়ি এলাকার রাজাপুর-বেকুটিয়া সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ ও অভিভাবকবৃন্দরা। মানববন্ধন বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুস সোবাহান খান, প্রাক্তন ছাত্র নুরুল আলম বাবুল ও রাসেল খান প্রমুখ। বক্তারা বলেন, স্কুলের সাড়ে ৪শ শতাংশ জমির মধ্যে স্কুলের নামে ৩শ শতাংশ জমি রেকর্ড রয়েছে। বর্তমানে প্রায় ২শ শতাংশ জমি বেদখল রয়েছে। এসব জমি, দিঘি ও মাঠ উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর ও স্কুলের নানা অনিয়ম তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া এবং পূনাঙ্গ কমিটি গঠনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়। মানববন্ধনে প্রাক্তন ছাত্র, অভিভাবক ও এলাকার ৫ শতাধিক মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.