রক্ত ঝরিয়ে অভিনয়

বিনোদন

টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল গত সোমবার। বিশেষ দিনটি উপলক্ষে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীরা। বর্তমানে ‘দেবী চৌধুরানী’ সিনেমা দিয়ে আলোচনায় অভিনেত্রী। এই বিশেষ দিনটি উপলক্ষে আবেগঘন এক বার্তাও দিয়েছেন সিনেমার পরিচালক শুভ্রজিৎ মিত্র।
আনন্দবাজার অনলাইনে অভিনেত্রীকে দেওয়া শুভেচ্ছাবার্তায় জানালেন, ‘দেবী চৌধুরানী’র শুটিংয়ের সময়ে কতটা কসরত করেছেন অভিনেত্রী। এমনকি রক্তও ঝরাতে হয়েছিল গিন্টুকে (শ্রাবন্তীর ডাক নাম)। পাশাপাশি শ্রাবন্তীর একাগ্রতা নিয়েও প্রশংসা করেছেন শুভ্রজিৎ।

পরিচালক লিখেছেন, ‘গিন্টুর জন্মদিনে আমি শহরে নেই। এই মুহূর্তে আমি দিল্লিতে। ওর সঙ্গে আমার প্রথম আলাপ প্রায় বছর দশেক আগে। কোনো একটা কাজের সূত্রেই আমাদের দেখা। তারপর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়। জন্মদিনে ওকে নিয়ে নানা স্মৃতিই মাথায় ভিড় করে আসছে।’

নির্মাতা আরও লিখেছেন, ‘গিন্টু খুব শক্তিশালী অভিনেত্রী। আমার মতে, ওকে এখনো সেভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে এক্সপ্লোর করা হয়নি। মেকআপ ছাড়া ওর মতো সুন্দরী অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কমই রয়েছেন। আমার পরিচালনায় “দেবী চৌধুরানী” ছবিতে নামভূমিকায় ও অভিনয় করেছে।

শ্রাবন্তী
শ্রাবন্তী ইনস্টাগ্রাম থেকে

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্ণনার সঙ্গে গিন্টুর লুক একেবারে মিলে যায়। তার থেকেও বড় কথা, ওর লুকের মধ্যে একটা বাঙালিয়ানা রয়েছে, যেটা এই চরিত্রের অন্যতম শর্ত ছিল। সেই ভাবনা থেকেই এই ছবিতে ওকে নির্বাচন করি। শুটিংয়ের আগে ইন্ডাস্ট্রির প্রথম সারির একাধিক অভিনেত্রী এই চরিত্রে অভিনয় করতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন। সত্যি বলছি, যে ভাবনা থেকে আমি গিন্টুকে বেছে নিই, এই ছবিকে ও তার থেকেও আরও বেশি কিছু দিয়েছে।’

নিজের লেখায় শ্রাবন্তীর ‘দেবী চৌধুরানী’ হয়ে ওঠার গল্পও জানিয়েছেন শুভ্রজিৎ। তিনি লিখেছেন, ‘কাজের প্রতি গিন্টুর নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করে। দেবী চৌধুরানী হয়ে উঠতে এক বছরেরও বেশি সময় ধরে গিন্টু পরিশ্রম করেছে। তলোয়ার চালানো শেখা থেকে শুরু করে অ্যাকশনের তালিম—সবই নিয়েছে। শুটিংয়ে একাধিকবার চোট-আঘাত পেয়েছিল গিন্টু। মাথার ঘাম নয়, রীতিমতো রক্ত ঝরিয়ে অভিনয় করেছে! তির ছুড়তে গিয়ে ধনুকের ছিলায় আঙুল কেটে গিয়েছে। আঙুলে ব্যান্ডেজ।

সেই অবস্থায় একের পর এক শট দিয়েছে গিন্টু। হামাগুড়ি দেওয়ার দৃশ্যে হাঁটু ধারালো নুড়ি-পাথরে ক্ষতবিক্ষত! তারপরেও শট দিয়েছে। পরিচালক হিসেবে এর থেকে বেশি আমি ওর কাছে আর কীই–বা দাবি করতে পারি?’
‘দেবী চৌধুরানী’র পর পরবর্তী ছবি ‘কালমৃগয়া’তেও শ্রাবন্তীকেই বেছে নিয়েছেন নির্মাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.