রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণার প্রতিবাদে ঝাড়ু মিছিল হয়েছে রংপুরে। মহানগর মহিলা পার্টি শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে জেলা কার্যালয় থেকে মিছিলটি বের করে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে সেখানেই সমাবেশ করে।
বিক্ষোভকারীরা বলেন, রংপুরের ঐতিহ্য ধরে রাখার জন্য রংপুরের ছেলেকে এমপি হিসেবে দেখতে চাই।
প্রয়াত নেতা এরশাদের নির্দেশ অমান্য করে রওশনকে চেয়ারম্যান ঘোষণার ঘটনায় ক্ষুব্ধ রংপুরের জাতীয় পার্টির নারী কর্মীরা। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকালে তাদের এই ক্ষোভ প্রকাশিত হয় ঝাড়ু মিছিল ও সমাবেশে।
বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, মৃত্যুর পর জিএম কাদের চেয়ারম্যান হবেন এমন সিদ্ধান্ত বেঁচে থাকতেই এরশাদ দিয়ে গেছেন। এ নিয়ে বিতর্ক সৃষ্টি দলের ঐক্য বিনষ্টের চেষ্টা।
এক বিক্ষোভকারী বলেন, কোনো দিন উনি রংপুরে আসেননি। এখন উনি বলছে জাতীয় পার্টির চেয়ারম্যান হবেন। একটা দলে আমরা দুই প্রতিযোগী চাই না, ঝাড়ু মিছিল দেখে উনি বুঝে নিবেন, আমরা উনাকে চাই না।
জাতীয় মহিলা পার্টির মহানগর কমিটির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।