করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ অমান্য করায় কিশোরগঞ্জের ভৈরবে যৌথ বাহিনীর সহায়তায় ২১ জনকে ৫৯ হাজার ৬'শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, আজ (৩ এপ্রিল) ভৈরব পৌর এলাকায় অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন এবং সামাজিক দুরত্ব না মেনে চলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ১৪ জনকে ৪৭ হাজার ১'শ টাকা জরিমানা করেন।
অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী অভিযান চালিয়ে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চায়ের দোকানে আড্ডা দেওয়ায় ও সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখা এবং অযথা ঘুরাফেরা করার জন্য ৭ ব্যক্তিকে ১২হাজার ৫'শ টাকা জরিমানা করেন।
এসময় সহযোগীতা করেন বাংলাদেশ সেনাবাহিনী এবং ভৈরব থানা ও হাইওয়ে পুলিশ সদস্যবৃন্দ।