মো: রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ভারতের দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে মৃত্যু বরণ করেন কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৮ বছর। রবিবার ভারতের হাসপাতালের সকল কাগজপত্রের প্রক্রিয়া শেষে ফারুক চৌধূরীর লাশ বি-বাড়ীয়া জেলার আখাউড়া বর্ডার দিয়ে নিয়ে আসার কথা শুনে প্রিয় মানুষটিকে শেষবারের মতো একবার দেখার জন্য দল-মত-নির্বিশেষে আখাউড়া বর্ডার এলাকায় সকাল থেকে জমা হতে থাকে হাজার হাজার মানুষ।
এ সময় উপস্থিত লোকেদের কান্নায় পুরো বর্ডার এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে বিকেল ৪টার দিকে আখাউড়া বর্ডার থেকে ফারুক চৌধুরীর লাশ তার নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। প্রয়াত ফারুক চৌধূরী উপজেলা সদরের কলেজ পাড়ার চৌধুরী বাড়ীর মৃত তালেব হোসেনের ছেলে ও কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরীর ছোট ভাই। আগামীকাল সোমবার বাদ জোহর মুরাদনগর মুজাফফর উলুম মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ২ কন্যা রেখে গিয়েছেন।