কুমিল্লার হোমনা উপজেলায় আজ মঙ্গলবার সকার ৮-৩০ মিনিটে উপজেলা ঘারমোড়া ইউনিয়নের ছোট ঘারমোড়া গ্রামের হাজী আঃ মান্নান এর স্ত্রী সালেহা বেগম (৭০) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কুমেক হাসপাতালে মারা যান।
কিন্ত করোনা নিয়ে মারা গেলে তার দাফন -কাফন করার জন্য সংক্রমনের ভয়ে কেউ এগিয়ে আসেনি । আজ মঙ্গলবার বাদ জোহর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মনিরুজ্জামান টিপুর নেতৃত্বে একটি টিম ছোট ঘারমোড়া বাগের শাহী জামে মসজিদ প্রাঙ্গনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আঃ ছালামের ইমামতিতে জানাযা শেষ স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মনিরুজ্জামান টিপু জানান, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন করে আসছি।
তিনি আরো বলেন-হোমনা উপজেলায় কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তার গোছল থেকে শুরুকরে কাফন দাফন কিংবা সৎকার এর জন্য আমাদের একটি টিম রয়েছে।