যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় খাদ্যের দাবীতে শত শত কর্মহীন নারী-পুরুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার সকালে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন ও জরুরী ভিত্তিতে জীবন বাচাতে খাদ্য সহায়তার দাবী জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামারুজ্জামান ঘটনাস্থলে পৌছে বিক্ষোভ কারীদের জরুরী খাদ্য সহায়তার আশ্বাস দিয়ে তাৎক্ষনিক তালিকা তৈরী করেন ও রাস্তায় আসা নারী-পুরুষদের ঘরে ফেরান।
বিক্ষোভে অংশগ্রহনকারীরা সংবাদকর্মীদের জানান, করোনা প্রাদুর্ভাবে সরকার কর্মহীন দরিদ্র মানুষের খাদ্য সহায়তা দিচ্ছেন। জেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সহায়তা বিতরন করলেও তা সঠিক ভাবে ভূক্তভোগীরা পাচ্ছেন। দলীয় করন, সাক্ষাত না করা সহ অনিয়মের ও অভিযোগ জানান তারা। খাদ্য সহায়তা না পাওয়ায় চাঁচড়া ইউনিয়নের পুলের হাট এলাকার বাসিন্দারা তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
উল্লেখ্য, যশোর শহরে গতকাল ও খাদ্য সহায়তা চেয়ে সড়ক অবরোধ করেছে কর্মহীন মানুষেরা। করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সাধারন ছুটি যেমন বাড়ছে তেমনি ধীরে ধীরে যশোর জেলার কর্মহীন দ্ররিদ্র ও মধ্যবিত্ত পরিবারে খাদ্য সঙ্কট দেখা দিচ্ছে। জীবন বাঁচাতে ঘরে থাকার নিয়ম ভেঙ্গে খাদ্য সহায়তা পেতে মানুষ রাজপথে নামা শুরু করেছে। এর ফলে সামাজিক দুরুত্ব নিশ্চিত না হওয়ায় এলাকায় করোনা ঝুঁকি বাড়ছে।