যশোরে অস্ত্র ও গুলিসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার( ২০ আগস্ট) সকালে বেনাপোলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, বিক্রির উদ্দেশ্যে অস্ত্র ও গুলি মজুদ করা হয়েছে এমন খবরে বড়আঁচড়া গ্রামে অভিযান চালায় র্যাব-৬ এর সদস্যরা।
এসময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো দু'টি পিস্তল, একটি রিভলবার, ৬৬ রাউন্ড গুলি ও এক কেজি গান পাউডার উদ্ধার করা হয়। এ ঘটনায় শিমুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।