দেশের বিশিষ্ট শিল্পপতি,যমুনা গ্রুপের চেয়ারম্যান,দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের এর রুহের মাগফেরাত কামনায় যুগান্তর পত্রিকার কুমিল্লা তিতাস প্রতিনিধি মোঃ মহসিন হাবিবের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে তিতাস প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, তিতাস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর মুন্সী, কোষাধ্যক্ষ জুয়েল রানা, সূচনা ডট টিভির স্টাফ রিপোর্টার বিল্লাল মোল্লা, হেমন্ত টিভির কুমিল্লা উত্তর প্রতিনিধি তৌফিকুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের তিতাস প্রতিনিধি মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহজালাল।