মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলি ভূঁইয়া। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ সালাম, ভাইস চেয়ারম্যান মিলন সরকার,ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ছমিউদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা রহমান, গোবিন্দ পুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাঈনুদ্দিন মুন্সি তপন, রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির, মানিকার চর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, বড়কান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাজী দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা,উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা কর্মচারি, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।