ভারতের বিপক্ষে ঘরের মাঠে রাজসিক অভিষেক হয়েছিল মোস্তাফিজুর রহমানের। এক সিরিজ দিয়েই ক্রিকেট দুনিয়ায় নাম চাউর হয়ে গিয়েছিল এই পেসারের। সময় গড়িয়ে চলার সঙ্গে তাঁকে ঘিরে প্রত্যাশাও বেড়েছে ভক্তদের। মোস্তাফিজ তাঁর সঙ্গে কতটা তাল মেলাতে পেরেছেন, তা নিয়ে প্রশ্ন আছে। তবে কাল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অনেকেই খুঁজে পেয়েছিলেন পুরোনো মোস্তাফিজকে। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের কাছাকাছি গতিতে বল করেছেন, ছিল বুদ্ধিদীপ্ত বৈচিত্র্যও। প্রস্তুতি ম্যাচে হারলেও আগের গতিতে মোস্তাফিজকে বল করতে দেখে বেশ খুশি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের হয়ে ৩ ম্যাচে ৬ উইকেট নেন মোস্তাফিজ। তবে রানটা বেশি দিয়ে ফেলেছিলেন। কিন্তু কাল প্রস্তুতি ম্যাচে ১টি উইকেট নেওয়ার পাশাপাশি ওভারপ্রতি ছয়ের নিচে রান দিয়েছেন এ পেসার। সবচেয়ে বড় কথা হলো, শুধু কাটার নয়, গতিও ফিরিয়ে এনেছিলেন বোলিংয়ে। নিজের প্রথম স্পেলে ৫ ওভারে মাত্র ১৯ রান দিয়ে পেয়েছেন শিখর ধাওয়ানের উইকেট। অধিনায়ক মাশরাফি তাই মুগ্ধ মোস্তাফিজের বোলিংয়ে, ‘আগের গতিতে মোস্তাফিজকে বল করতে দেখে বেশ ভালো লাগছে। প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করেছে, ওর বোলিং আজকে অনেক ভালো হয়েছে। ও যদি বোলিংয়ে এভাবে ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে আমাদের বোলিংয়ের চেহারাটাই পাল্টে যাবে।’
অধিনায়কের মুখে প্রশংসা শুনে নিশ্চয়ই আত্মবিশ্বাস খুঁজে পাবেন মোস্তাফিজ। এবার বিশ্বকাপে বাংলাদেশের পেস আক্রমণের অনেক দায়িত্ব যে তাঁর কাঁধে।
RP:-Mohammad Kayum