সমুদ্র সৈকতে বোতল কুড়িয়ে সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই অভিজ্ঞতা থেকে কবিতা লিখেছেন তিনি।
কবিতার নাম দিয়েছেন- ‘আমার অনুভূতির জগতের সঙ্গে কথোকথন।’
রোববার (১৩ অক্টোবর) কবিতাটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। হিন্দিতে লেখা ওই কবিতায় সূর্যের সঙ্গে সমুদ্রের ও ঢেউয়ের সঙ্গে এর বেদনার সম্পর্ক তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী। খবর এনডিটিভির।
এর আগেও নানা ব্যতিক্রমী কাজ করে ভিন্নরকমভাবে আলোচিত হন নরেন্দ্র মোদি। দ্বিতীয় দফা নির্বাচনের সময় পরিচ্ছন্নতাকর্মীদের পা ধুয়ে দিয়ে নজর কেড়েছিলেন নেট দুনিয়ায়। এরপর মাটিতে পড়ে যাওয়া ফুল কুড়িয়েও আলোচিত হয়েছেন। গত শনিবার আবারো একইরকম কাজ করে আলোচিত ও প্রশংসিত হলেন তিনি।