কুমিল্লা মেঘনা উপজেলায় মোজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে নতুন করে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক মানসম্মত সুন্দর একটি শহিদ মিনার। মুজাফ্ফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভর্নিংবডির সভাপতি ফারাহ্ দিবা দিপ্তির প্রচেষ্টায় , মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার ও উপজেলা নির্বাহী অফিসার প্রবীণ কুমার রায় এর সহযোগীতায় এ শহিদ মিনারটি নির্মিত হয়েছে। এলাকা বাসীর দীর্ঘ দিনের দাবি ছিলো একটি শহিদ মিনার, তা আজ পুরুন হলো,এ জন্য এলাকাবাসী তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রতিষ্ঠান টির প্রতিষ্ঠাতা মরহুম মুজাফ্ফর আলী সাহেব ১৯৬৭ সালে নিজের জমানো টাকা দিয়ে শহরে নিজের নামে বাড়ী না কিনে এলাকাবাসীর লেখাপড়ার সুবিধার জন্য এ প্রতিষ্ঠান টি নির্মাণ করেন।আল্লাহু তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন।