গতকাল শুক্রবার ও শনিবার রাতে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী অব. এর পক্ষ থেকে বিটেরশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন,দাউদকান্দি উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও বিটেরশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যাবসায়ী তরুণ, যুব সমাজের প্রিয় মানুষ মোঃ আসিফ সরদার।
মোঃ আসিফ সরদার বলেন, আমার নেতা মেজর জেনারেল অব. মোঃ সুবিদ আলী ভূইয়া এমপির সুযোগ্য পুত্র উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী অব. সুমন ভাইয়ের পক্ষ থেকে আমার ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে শতাধিক কম্বল বিতরণ করি।
এসময় উপস্থিত ছিলেন, বিটেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নেতৃবৃন্দ।