৩ এপ্রিল ২০২০ শুক্রবার বিকেলে দাউদকান্দি উপজেলার বিটেরশ্বর ইউনিয়নের নৈয়াইর মডেল একাডেমির প্রাঙ্গণে দূরত্ব বজায় রেখে,
উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সুমনের নির্দেশে
দাউদকান্দি উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আসিফ সর্দারের অর্থায়নে করোনায় অঘোষিত লক ডাউনে ঘরবন্দী কর্মহীন বিটেরশ্বর ইউনিয়নের নৈয়াইর,
নোয়াদ্দা, কাদিয়ারভাঙ্গা,চন্দ্রশেখরদি গ্রামের ১৫০ জন পরিবারের মাঝে চাউল,ডাল,তেল,পেঁয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
মোঃ আসিফ সর্দার বলেন, গণ মানুষের নেতা মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূইয়া এমপির সুযোগ্য পুত্র আমার নেতা দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সুমন ভাইয়ের নির্দেশে আমি ১৫০ জন কর্মহীন পরিবারের মাঝে চাউল, ডাল,তেল, পেঁয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করি। সেই সাথে দাউদকান্দির সকল বিত্তবানরা কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আহবান করছি।
এসময় উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু - কিশোর পরিষদ বিটেরশ্বর ইউনিয়ন শাখার নেত্রীবৃন্দ।