মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনা থানায় দীর্ঘদিন দায়িত্বপালনকারী পুলিশের এ এস.আই মোঃ মমিনুল ইসলাম পিআরএল-এ যাওয়ায় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। ৩০ জুলাই সোমবার সন্ধায় মেঘনা থানা কম্পাউন্ডে অবসরে যাওয়া এ এস.আই মোঃ মমিনুল ইসলাম এর সম্মানে এই পিআরএল-এ অনুষ্ঠানের আয়োজন করে মেঘনা থানা পুলিশ। মেঘনা থানার এস আই নাজমুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মীর মুহসীন মাসুদ রানা। সভাপতিত্ব করেন মেঘনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় বক্তারা চাকুরি জীবনে অবসর আসবেই মন্তব্য করে বলেন, এ এস.আই মোঃ মমিনুল ইসলাম ছিলেন একজন সাহসী ও পরিশ্রমি অফিসার। পুলিশের এই কর্মকর্তা চাকুরী জীবনে তার ভালো কাজের মাধ্যমে পুলিশের জন্য সুনাম বয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। অবসর জীবনে তার সুস্থতা কামনা করা হয়। মেঘনা থানা পুলিশের পক্ষ থেকে এ এস.আই মমিনুল ইসলামকে তার সকল সহকর্মীরা শুভেচ্ছা স্মারক, ক্রেষ্ট ও প্রীতি উপহার তুলে দেন। অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন এর তত্ত্বাবধানে পুলিশের গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য, এ এস.আই মোঃ মমিনুল ইসলাম এর কর্মজীবন শুরু হয় ১৯৮৮ সালে। এরপর দেশের প্রায় ২০টি স্থানে পুলিশ বাহিনীতে সুনামের সাথে দায়িত্ব পালন করে সর্বশেষ মেঘনা থানা থেকে অবসরে যান ।