মোঃ শহিদুজ্জামান রনি, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা মেঘনায় শাইনিং স্টার লার্নিং স্কুলে চলতি বছরের শেষ ক্লাসটি ক্লাস পার্টির মাধ্যমে উদযাপন করা হয়। বিভিন্ন কর্মসূচি, আনন্দ উল্লাস করে কেক কাটা, শিক্ষার্থীদের মাঝে ইংলিশ স্পোকেন, কবিতা আবৃত্তি, গান, নৃত্য প্রদর্শনী প্রতিযোগিতা ও অভিভাবকদের উপস্থিতিতে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষার্থী ও স্কুল নিয়ে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক ও অভিভাবক বৃন্দ পরে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি। উল্লেখ্য জেলাভিত্তিক শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এই স্কুলের দুই শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রধান সহ স্কুলের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।