মোঃ আলাউদ্দিন : কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহিন কে গ্রেফতার করেছে মেঘনা থানা পুলিশ। ও ১০ জন নেতাকর্মীকে ৫ হাজার টাকা ও অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড আদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ভুমি তাসনিম আক্তার। ২৭ শে ডিসেম্বর বুধবার উপজেলার সাতানি এলাকায় ডামি নির্বাচন বর্জনে লিফলেটে বিতরণ কালে উপ পরিদর্শক উজ্জ্বল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেছে এবং ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড প্রদান করেছে। বিষয় টি মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন নিশ্চিত করেছেন দৈনিক আজকের মেঘনা কে।ওসি বলেন নির্বাচনী কাজে বাধা প্রদানের জন্য ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ড প্রদান করেছে আর আজহারুল হকের বিরুদ্ধে পূর্বে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে।