স্টাফ রিপোর্টার শহীদুজ্জামান রনি
আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার, সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়, সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের সভাপতিত্বে, এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি ও চেয়ারম্যান উপজেলা পরিষদ মেঘনা অদ্যকার সভায় উপস্থিত পরিষদের সদস্যবৃন্দ কে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করেন।
তিনি উপজেলা নির্বাহি অফিসার সবার কাজ পরিচালনার জন্য অনুরোধ জানান।
সভায় উপজেলার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, কার্যক্রম সম্পন্ন নিয়ে আলোচনা করা হয়, শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন, মৎস্যজীবী কার্যক্রম, এসব নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে পোনা মাছ সুরক্ষায়, নদীতে জোপগুলোর ওপর কিছু নিষেধাজ্ঞা, জারি করার উদ্যোগ নেওয়া হয়, শুয়া ইঞ্চির মত ফাক জাল দিয়ে জোপের বেরুনী দিতে হবে। চিকন জালের উপর শীঘ্রই অভিযান চলবে। কচুরিপানা এর মধ্যে ব্যবহার করা যাবে না এগুলা নিয়ে আলাপ আলোচনা করা হয়।