মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন, তফসিল মোতাবেক ফলাফল ঘোষণা করা হয়। গতকাল ২৭শে ফেব্রুয়ারি সোমবার উপজেলা অডিটোরিয়ামে সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। উল্লেখ্য ছয়টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ছয় জন। সভাপতি পদে জনাব সৈয়দ আব্দুল মতিন, সহ—সভাপতি পদে মোঃ নুরুল আমিন, সদস্য পদে মোঃ শাহজাহান মিয়া, সদস্য পদে সফিকুল ইসলাম, সদস্য পদে আব্দুল হান্নান, সদস্য পদে আলী হোসেন সরকার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর সদ্য বিদায়ী কমিটি ও সভাপতি ও নবগঠিত কমিটি ও সভাপতির মধ্যে বিদায়—বরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার। সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল সালাম । উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, উপজেলা (বিআরডিপি) কর্মকর্তা রুমা পারভীন। উপজেলা মৎস্য অফিসার ফিরুজ মৃধা স্বপন, ডাঃ শাহে আলম সহ উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা—কর্মচারী ও গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।