শহীদুজ্জামান রনি মেঘনা কুমিল্লাঃ
কুমিল্লার মেঘনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে কেক কাটা মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
মেঘনা উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাসেল এর পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মেঘনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বড়কান্দা ইউনিয়ন রামপুর রামপুর বাজারে এ অনুষ্ঠানটি সম্পন্ন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মিলন সরকার, এ সময় আরো উপস্থিত ছিলেন, মইনুদ্দিন তুষার, বড়কান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম, চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (স্বপন), ওয়াসিম আহমেদ, সহ আরো অনেকে।