মোঃ আলাউদ্দিন:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রাম বিভাগের ২৮টি উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানগন শপথ গ্রহণ করেছেন।গতকাল (সোমবার ২৮ মে)বেলা ১১ ঘটিকায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম, কক্সবাজার,বান্দরবান,খাগড়াছড়ি,রাঙ্গামাটি এবং দুপুর ১২ ঘটিকায় কুমিল্লা,ফেনী,নোয়াখালী, লক্ষীপুর,চাঁদপুর জেলার নবনির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন।
এই সময় বিভিন্ন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম উল্লেখ্য যে ৮মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রাম জেলার ৩টি, কক্সবাজার জেলার ৩টি,বান্দরবান জেলার ২টি,খাগড়াছড়ি জেলার ৩টি,রাঙ্গামাটির জেলার ৪টি,ফেনী জেলার ২টি, নোয়াখালী জেলার ২টি, কুমিল্লা জেলার ৩টি,লক্ষীপুর জেলার ২টি, চাঁদপুর জেলার ২টি, ব্রাহ্মনবাড়িয়া জেলার ২টিসহ মোট ২৮টি উপজেলার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানগন শপথ গ্রহণ করেন।