মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় মাননীয় প্রথানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ের (২র ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মেঘনা উপজেলাকে ভুমি ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। গতকাল ৯ আগস্ট বুধবার সকাল ১০ ঘটিকায় গণভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণ করা হয়। পরে উপজেলা চত্বরে একটি আনন্দ র্যালী করা হয়। মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সহকারী কমিশনার (ভুমি) লিটন চন্দ্র দে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ মুজিবুর রহমান (মুজিব), মাইনুদ্দিন মুন্সি তপন, মো্ঃ সিরাজুল ইসলাম, হুমায়ুন কবির, সানাউল্লাহ শিকদার, মোঃ জাকির হোসেন, ফারুক হোসেন রিপন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা—কর্মচারী উপকারভোগী সহ প্রমুখ। উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশের ২২,১০১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের সাথে চতুর্থ পর্যায়ে ৬৯ জন উপকারভোগী সহ মোট ২৩২ জন উপকারভোগী এ প্রকল্পের আওতায় রয়েছে।