মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লার মেঘনায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মেঘনা আর্ট রেসিডেন্সির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল (১৩ অক্টোবর) শুক্রবার সকাল ১০ ঘটিকায় আমেনা মুজিব পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে উপজেলার সোনাকান্দায় মেঘনা আর্ট রেসিডেন্সির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশ চারুকলা অনুষদের বিভিন্ন চিত্রশিল্পী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন চিত্রশিল্পীর বই উপহার দেন সাধারন মানুষের মাঝে এবং পড়ন্ত বিকেলে সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা ইসলামের মৎস খামার ও গরুর খামার পরিদর্শন করে চিত্রশিল্পীরা প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, মেঘনা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক গাজী দেলোয়ার হোসেন মাস্টার, মেঘনা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, বড়কান্দা ইউনিয়ন পরিষদের মেম্বার আলম, সাবেক ছাত্রনেতা শাহ আলম প্রমুখ।