কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, অবিভক্ত হোমনা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক, বর্তমান মেঘনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিধ ডাঃ খোরশেদ আলম সরকার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওনি সকাল ১১.০৫ মিনিটে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ওনার মৃত্যেুতে মেঘনা উপজেলা আওয়ামী লীগ গভীর ভাবে শোকাহত। দৈনিক আজকের মেঘনা নিউজ পোর্টালের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বাদ আসর মানিকারচর এল এল উচ্চ বিদ্যালয়ের মাঠে ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে নিজ গ্রাম জলারপার নোয়াগাঁও, দল-মত নির্বিশেষে সকলে উপস্থিত হয়ে মরহুমের জানাজায় অংশগ্রহণ করার অনুরোধ রইলো।