কুমিল্লা মেঘনায় ডাকাতি,চাঁদাবাজি ও হত্যা সহ একাধিক মামলার আসামি মোঃ শাহ আলী (৪৪) কে গ্রেফতার করেছে মেঘনা থানা পুলিশ।
১২ জুলাই সোমবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোঃশাহ আলী কুমিল্লা জেলার মেঘনা থানাধীন চালিভাঙ্গা গ্রামের আক্কাস মিয়ার ছেলে। সে এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও আটটি মামলার পলাতক আসামী।
মেঘনা থানার এস আই নাজিম উদ্দীন এর নেতৃত্বে টিম মেঘনার এস আই মেহেদী,এসআই সাইফুল,এসআই সাজ্জাত, সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গ্রেফতার করেন।
এস আই নাজিম উদ্দীন এর সাথে কথা বললে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানতে পারি যে,সন্ত্রাসী শাহ আলী হত্যা,চাঁদাবাজি,ডাকাতি ও ছিনতাই সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল। দীর্ঘদিন যাবৎ তার এমন সন্ত্রাসী কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ, তাহার নামে ওয়ারেন্ট আছে, কিন্তু আমরা তাহাকে ধরতে পারছি না, তাই তাকে ধরার জন্য আমরা তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন সোর্সের মাধ্যমে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।