১৩/০৮/২০২০ইং কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৪৩ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ও উপজেলা মুক্তমঞ্চ ও টেনিস কোর্ট আজ বুধবার দুপুর দুইটায় উদ্বোধন ও ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তের কবুলিয়ত বিতরণ করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডাক্তার মোঃ নিয়াতুজ্জামান ও মেঘনা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইফুল্লাহ্ মিয়া রতন শিকদার। উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে ও ডাঃ মোঃ আব্দুল আজিজ মেমোরিয়াল সেন্টার এর সৌজন্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, কামরুল হাসান, সহকারী কমিশনার ভূমি , ইনচার্জ আব্দুল মজিদ,মেঘনা উপজেলার হেলথ অফিসার ডাক্তার মোঃ জালাল হোসাইন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী,উপজেলা প্রশাসন, পরিষদ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও মেঘনা উপজেলার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোঃ আবুল ফজল মীর বলেন, করোনা ভাইরাসের আক্রান্ত হলে অতি জরুরী অক্সিজেন লাগে এবং অক্সিজেনের জন্য উপজেলা থেকে জেলায় বা ঢাকায় পর্যায় রোগী নিতে সংকট পূর্ণ হয়ে যায় সেজন্য আমরা উপজেলা পর্যায় অক্সিজেন সাপ্লাই এর ব্যবস্থা করেছি এবং সবাই মাক্স ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলবেন।