মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় উপজেলায় সারাদেশের ন্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করণ , সকাল ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রেসক্লাব সহ আওয়ামিলীগ, অংগ ও সহযোগী সংগঠন সহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন পুস্প স্তবক অর্পণ। শেষে উপজেলা মিলনায়তনে শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -১ আসনের সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম (সি আই পি), উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ সালাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)মোঃ ছমিউদ্দিন, সহকারী কমিশনার ভুমি লিটন চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, উপজেলা মহিলা আওয়ামিলীগের সভাপতি হালিমা রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন : ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সানাউল্লাহ শিকদার, ফারুক হোসেন, সিরাজুল ইসলাম, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন ও পরিষদ এর কর্মকর্তা কর্মচারী প্রমুখ। এ দিকে উপজেলার ৮ টি ইউনিয়নে আওয়ামিলীগের উদ্যোগে কাঙ্গালি ভুজ বিতরণ সহ আলোচনা সভা করা হয়।