কুমিল্লা মেঘনায় নিখোঁজের ১০ দিন পর আজ মেঘনা থেকে হাইওয়েবাহী রাস্তার ওমরাকান্দা ব্রিজের নিচে বস্তাবন্দি অবস্থায় কিছু আছে এমন সন্দেহে এলাকাবাসী মেঘনা থানাকে অবিহিত করলে থানা পুলিশ এসে শিশু রিফানের লাশ উদ্ধার করে । গত ১২-০১-২০২১ ইং ভাওরখোলা ইউনিয়ন বৈদ্যনাথপুর শরিফ হোসেন এর ছেলে রিফান হাসান (৪) আনুমানিক দুপুর ১২ ঘটিকায় খেলাধুলা করার জন্য বাড়ির সামনের রাস্তায় যায় পরে আর ফেরেনি। রিফানের মা বাদী হয়ে মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। লাশ উদ্ধার হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন মেঘনা সার্কেল ফজলুল করিম মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ পিবিআই ও সিআইডি সিআইডি কর্মকর্তারা। মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন লাশ ময়নাতদন্তের জন্যে পেরণ করা হয়েছে রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।