মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিনের নেতৃত্বে মেঘনা থানাকে অপরাধ মুক্ত করতে ইভটিজিং বিভিন্ন অপরাধ কর্মকা-ে জড়িত চিহ্নিত অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত। এসআই সুজয় কুমার মজুমদার সহ টিম মেঘনার অভিযানে ২৬আগষ্ট ৮ আনা পাকা (গলানো) স্বর্ণ উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করা হয়। উপজেলার মানিকারচর গ্রামের -মোঃ সবুজ মিয়ার ছেলে সাকিব হাসান (২১), শিকিরগাঁও গ্রামের মোঃ বাদল এর ছেলে মোঃ মুন্না (১৮), ও মাতাবেরকান্দি গ্রামের সত্য চন্দ্র দাস এর ছেলে বিপ্লব দাস (২৫) থানা-মেঘনা, কুমিল্লাদেরকে গ্রেফতার করা হয়। থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি ছমিউদ্দিন জানান কুমিল্লা পুলিশ সুপার স্যারের নির্দেশে মেঘনা থানা কে অপরাধমুক্ত করার প্রত্যয়ে কাজ করছে টিম মেঘনা। আপনারা জানেন কিছুদিন ধরে মোবাইল প্রতারণা ও মলম পার্টি অজ্ঞান পার্টির মাধ্যমে অপরাধ সংঘটিত হয়ে আসছে তারি ধারাবাহিকতায় আজ আমরা মলম পার্টির মূল হোতা সহ তিন জনকে গ্রেফতার করেছি। ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। চোরাইকৃত অন্যান্য স্বর্নালংকার উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।