দৈনিক মানবজমিনের মেঘনা উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব শহীদুজ্জামান রনির মাতৃছায়া ভ্যারাইটি স্টোরে সোমবার দিবাগত গভীর রাতে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি হয়েছে। সাংবাদিকের দোকানে চুরির ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গভীর রাতে উপজেলার মানিকারচর ইউনিয়নের বড় নোয়াগাঁও গ্রামের হান্নান মিয়ার পুত্র সোহাগ (২০) ও কামাল মিয়ার পুত্র আসিক (১৯)গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই একটি ক্যামেরা সহ কিছু মালামাল উদ্ধার করা হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ বলেন, উপজেলার সিসি টিভির ভিডিও তথ্যর বৃত্তিতে আমি ও আমার টিম মেঘনার তদন্ত অসি জাকির হোসেন ও এস আই নাজিম উদ্দীন সহ গতকাল আসিক ও সোহাগকে গ্রেফতার করি ও কিছু চুরি হওয়া মালামাল উদ্ধার করি, অপর এক আসামি পলাতক একে গ্রেফতারের চেষ্টা চলছে ।