মেঘনায় সরকারি জমি উদ্ধারের পরিকল্পনা নিয়েছেন উপজেলা পরিষদ প্রশাসন।
দৈনিক আজকের মেঘনা ডট কম,
মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়নের বারহাজারী গ্রামে প্রায় ২০ বছর ধরে বেদখলে থাকা সরকারি রাস্তার জায়গা উদ্ধারের পরিকল্পনা নিয়েছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২১মে)সকালে মেঘনা উপজেলা সহকারী ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়,উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,বারহাজারী গ্রামের পুর্বপাশে দক্ষিণ পাড়া একটি রাস্ত নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
কিন্তু রাস্তার জায়গা স্থানীয় কিছু মানুষ দখল করে আছে,যেখানে রাস্তা থাকার কথা ১৩ ফুট প্রস্থের,সেখানে সব জায়গা দখল করে আছে। তাই আমরা অবৈধ স্থাপনা সরানোর জন্য স্হানীয় লোকজন দের জানিয়েছি এবং আগামী ১মাস সময় দেওয়া হয়েছে।
বারহাজারী গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন ।