মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ৫ আগষ্ট মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আমিরুল ইসলাম এর উদ্যোগে যুব সংগঠনের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। শেষে আলোচনা সভা দোয়া মাহফিল ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসা সহ ধর্মীয় উপাসনালয় গুলোতে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার এর সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিটন চন্দ্র দে।মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন। উপজেলা প্রকৌশলী মাহমুদুল আশরাফ। ভাওরখোলা ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম। সহ বিভিন্ন, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান এর শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ-প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।