মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মতবিনিময় করেছেন। গতকাল শনিবার উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ: মান্নান। সহকারী কমিশনার ভুমি লিটন চন্দ্র দে।মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ছমিউদ্দিন সহ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা,উপজেলা প্রসাশনও পরিষদের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।