কুমিল্লা মেঘনায় লকডাউন কে উপেক্ষা করে ঈদ আনন্দ উদযাপন করতে টলারের মধ্যে স্পিকার তুলে, নাচ, গান, বাজনা বাজিয়ে উৎসব করতে থাকা ৩ গ্রুপকে আটক করে জরিমানা করা হয়।
মেঘনা থানা পুলিশ, মেঘনা উপজেলা প্রশাসন, মেঘনা নৌ পুলিশ, নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে, বাদ্যযন্ত্র, লাউড স্পিকার সহ প্রায় ৭০ জনকে আটক করে এবং জরিমানা করা হয়। লকডাউন এর প্রথম দিনে লোকজনকে ঘরে রাখতে, মেঘনা থানা পুলিশ, প্রশাসন, নৌ পুলিশ মাঠে কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহি অফিসার প্রবীর কুমার রায় এর সাথে কথা বলে জানানঃ আমি সহ আমার এসিলেন্ট মেঘনা থানা অফিসার ইনচার্জ সারাদিন মাঠে ছিলাম এবং সবাইকে লকডাউন এর আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউন মেনে চলার চেষ্টা করছে, আশা করি আমরা মেঘনাকে একটা সুস্থ অবস্থানে রাখতে পারব।
তার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।