প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২০, ১০:২৮ এ.এম
মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।
সারাদেশের ন্যায় কুমিল্লার মেঘনা উপজেলায় পালিত হয় মহান বিজয় দিবস। সকাল ৬ টা ৩০ মিনিটে শহীদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এ পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, মেঘনা উপজেলা প্রেসক্লাব, মেঘনা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সকাল ৮ ঘটিকায় মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন সকাল ১১ ঘটিকায় অনলাইনের মাধ্যমে বা ভার্চুয়াল আলোচনা সভা শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মিলাদ মাহফিল, হাসপাতাল এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মহান বিজয় দিবস উপলক্ষে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ভাইস চেয়ারম্যান মিলন সরকার সহ আওয়ামী লীগ ও বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মী, শিক্ষক-শিক্ষিকা সাংবাদিকবৃন্দ প্রমুখ।
dainikajkermeghna.com